রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যাবর্তন দিবস পালিত

সৌদি আরব প্রতিনিধি
১১ জানুয়ারী ২০২৪, ১৮:৪৭
শেয়ার :
রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যাবর্তন দিবস পালিত

সৌদি আরবে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এ ছাড়া জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকিরুল হক মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দার।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী গোলাম মো. কবির ও রিপন সরকার। এ সময় আরও বক্তব্য দেন ফয়েজ আহমেদ, বখতিয়ার মোহাম্মদ, শেখ মো. নাসির ও মোখলেছ মিয়া।অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল বশির।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং টানা চতুর্থবারের জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে একে অন্যকে মিস্টি খাইয়ে দেন ও সকলের মাঝে মিস্টি বিতরণ করার মধ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আগামীতে রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে রাজনৈতিকভাবে নতুন চমক দেখবে বলে নেতাকর্মীদের জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার তানভির সেকান্দার।