নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৪, ১৭:৫৪
শেয়ার :
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

কর্মক্ষেত্রে একঘেয়েমি দূর করতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। গতকাল বুধবার এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনালে এনএসইউ কিংসকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এনএসইউ রয়েলস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আবদুর রব খান ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. জাভেদ বারী। 

ফাইন্যান্সিয়াল এইড অফিসের উদ্যোগে ‘এনএসইউ অ্যাডমিনিস্ট্রেটিভ ফুটবল লিগ’ এ অংশ নেয় ৪টি দল। এনএসইউ রয়েলস ও এনএসইউ কিংসসহ বাকি দুটি দল হল এনএসইউ নাইট রাইডার্স ও এনএসইউ ওয়ারিয়র্স। এই আয়োজনের কো-অর্ডিনেশনের দায়িত্বে ছিলেন ফাইন্যান্সিয়াল এইড অফিসের পরিচালক জাফর ইকবাল রাসেল। 

দিনের প্রথম ম্যাচে এনএসইউ নাইট রাইডার্সকে ৪-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে এনএসইউ কিংস। দ্বিতীয় ম্যাচে এনএসইউ ওয়ারিয়র্সের বিপক্ষে ১-০ গোলে জিতে ফাইনালের টিকেট কাটে এনএসইউ রয়েলস। 

টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মেলবন্ধন তৈরি করা।