ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৪, ২৩:৪৬
শেয়ার :
ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

বাণী পাঠ করেন যথাক্রমে- দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিশন উপপ্রধান মিজ মালেকা পারভীন, এনডিসি এবং দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ। এছাড়া, অনুষ্ঠানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের তাৎপর্য, বঙ্গবন্ধুর কারাভোগ, মুক্তি, লন্ডন ও ভারতে যাত্রা বিরতি, যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ, স্বল্প সময়ে ভারতীয় সেনাদের নিজ দেশে ফেরত পাঠানো নিশ্চিতকরণ ও স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙ্গালির স্বাধীনতার পূর্ণতা লাভ ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন।

রাষ্ট্রদূত মো: আব্দুল হাই তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উপস্থিত সুধীমণ্ডলীকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা জানান। 

রাষ্ট্রদূত তার বক্তব্যে বঙ্গবন্ধুর জেল জীবন, পাকিস্তানি শাসকবর্গের নির্মমতা, বঙ্গবন্ধুর প্রতি বৃটিশ প্রধানমন্ত্রীর আন্তরিক আতিথেয়তা, বঙ্গবন্ধুর মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধু কর্তৃক জাতির উদ্দেশ্যে সদ্য স্বাধীন দেশ গঠনে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান ইত্যাদি বিষয় তুলে ধরেন। তিনি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রথম অবতরণস্থল তেজগাঁও বিমানবন্দর সংলগ্ন এলাকায় অদূর ভবিষ্যতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. মাসূমুর রহমান।