জার্মানিতে আনন্দমুখর পরিবেশের নতুন বছরকে বরণ করল প্রবাসীরা

জার্মানি প্রতিনিধি
০১ জানুয়ারী ২০২৪, ২০:২৩
শেয়ার :
জার্মানিতে আনন্দমুখর পরিবেশের নতুন বছরকে বরণ করল প্রবাসীরা

বর্ণিল আতশবাজি ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করল জার্মানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গতকাল রবিবার স্থানীয় সময় রাত ১২টায় রাস্তায় নেমে প্রবাসীরা আতশবাজি ফুটিয়ে নিজেরা আনন্দে মেতে ওঠে।

এ সময় প্রবাসীরা বলেন, ‘নতুন বছর আমাদের আরও এক ধাপ আধুনিকতার উৎকর্ষতায় নিয়ে যাবে। সেখানে থাকবে মানবিক দেহের প্রাণ, বিশ্বস্ততা, আতিথেয়তা, উদারতা ও মানবিকতা। নতুন বছর যেনো আমাদেরকে মানবধর্ম সবচেয়ে বড় তা শেখাতে পারে।’

প্রবাসীরা আরও বলেন, ‘বর্তমান বিশ্বে যে সকল দেশে যুদ্ধ, হানাহানি, সংঘাত চলছে সেই দেশগুলোতে নতুন বছর যেনো মিত্রতা ও আনন্দ বয়ে নিয়ে আসে সেই আশা করি।’