সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে রিট শুনতে অপারগতা হাইকোর্টের
সংসদ ভেঙ্গে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই মুহূর্তে এ ধরণের রিট শুনবো না।
আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ অপারগতা প্রকাশ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
পরে রিটকারী ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত সাংবাদিকদের বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। এই রিট আবেদনটি হাইকোর্টের অন্য বেঞ্চে শুনানির উদ্যোগ নেব।’
এর আগে গতকাল সংসদ ভেঙ্গে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে ফের রিট দায়ের করা হয়। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল এ রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ।
গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙ্গে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল ঘোষণা চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সেদিন রিটের পক্ষের আইনজীবী বলেছিলেন, ‘নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ কারণে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপর আজ ফের রিট দায়ের করা হয়।’