কাতারে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা সপ্তাহ শুরু
কাতারে কনস্যুলার সেবা সপ্তাহ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দ্রুত ও সহজে প্রদান করতে এই সেবা শুরু করা হয়েছে। গত রবিবার শুরু হওয়া এই সেবা সপ্তাহ শেষ হবে আগামী শনিবার।
কনস্যুলার সেবা উপলক্ষে আজ মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণ সাজানো হয়। এ ছাড়া স্থানীয় সময় দুপুর ১টায় সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই কনস্যুলার সেবা সপ্তাহ শুরু হয়েছে। এই সেবা সপ্তাহে পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল পরিদর্শন ও কারাবন্দী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাত করবে কর্মকর্তারা।