কনস্যুলেট জেনারেল মায়ামীতে বিজয় দিবস উদযাপন
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামীতে শনিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক, ছাত্রছাত্রীসহ প্রায় দেড়শর মতো প্রবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কনস্যুলেটের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মিশনে এবারের বিজয় দিবস উদযাপনের থিম ছিল 'বীরাঙ্গনা'। এ উপলক্ষে কনস্যুলেট-এ বীরাঙ্গনা ও মহান মুক্তিযুদ্ধের ওপর প্রকাশিত বিভিন্ন ডাকটিকিট, খাম, স্মারক, স্থিরচিত্রসহ বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অবদানের ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। আলোচনাপর্বে মায়ামীতে বসবাসরত প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজসহ বেশকয়েকজন বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল ইনস্টিটিউট অব ফ্লোরিডার শিল্পীরাসহ, লাবনী লোটন, কেয়া রোজারিও, স্বরন, আহানা, আড়ানা, পিউ, নোয়া ও অন্যান্যরা সংগীত/নৃত্য পরিবেশন, বাঁশীবাদন ও কবিতা আবৃত্তি করেন।