বাহরাইনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ এবং দিবসটির ওপর আলোচনার আয়োজন করা হয়। চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে দেশের বুদ্ধিজীবীদের তথা জাতির শ্রেষ্ঠ সন্তানদের ১৪ ডিসেম্বর দোসররা পরিকল্পিতভাবে হত্যা করে। এ দিনটি দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে এক বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
পরে শহীদ বুদ্ধিজীবী এবং স্বাধীনতা অর্জনে যারা শাহাদাত বরণ করেছে সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।