অটোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

অনলাইন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩
শেয়ার :
অটোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। হাইকমিশনার ড. খলিলুর রহমানের সভাপতিত্বে হাইকমিশনের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিতি ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য, শহিদ বুদ্ধিজীবী এবং অন্য বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে হাইকমিশনার ড. খলিলুর রহমান ১৪ ডিসেম্বর ১৯৭১-কে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতির নিশ্চিত বিজয় আঁচ করতে পেরে পাক হানাদার বাহিনী দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। পাক হানাদার বাহিনীর দোসর ও স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদর আলশামস বাহিনী পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বহু বুদ্ধিজীবীকে নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তাদের পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। বাংলাদেশ যাতে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল লক্ষ্য । 

তিনি আরও বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই স্বাধীনতাবিরোধী শক্তি দেশবিরোধী ষড়যন্ত্র ও রাজনীতির নামে সহিংসতায় লিপ্ত। তাদেরকে প্রতিহত করা আমাদের সকলের দায়িত্ব।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য, শহীদ বুদ্ধিজীবী, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।