‘বিএনপিকে নির্বাচনে ফেরাতে সরকারের উদ্যোগ নেই, নেবে নির্বাচন কমিশন’

কাতার প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৯
শেয়ার :
‘বিএনপিকে নির্বাচনে ফেরাতে সরকারের উদ্যোগ নেই, নেবে নির্বাচন কমিশন’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। তারা যদি চায় তাদের গ্রহণযোগ্যতা যাচাই করবে, তাহলে নির্বাচনে আশা উচিত ছিল। এই দলকে নির্বাচনে ফেরাতে সরকারের কোনো উদ্যোগ নেই, এটা নির্বাচন কমিশনের কাজ।’

সোমবার কাতারের রাজধানী দোহায় প্লাজা ইন হোটেলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের এনআইডি কার্ডের জটিলতা নিরসন ও বিমানবন্দরে হয়রানি রোধসহ তাদের ইনস্যুরেন্সের আওতায় এনে মরদেহ যাতে ঝামেলাবিহীন দেশে আনা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার।’

সংগঠনের উপদেষ্টা বোরহান উদ্দিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। সিরাজুল ইসলাম শাহিন ও ফয়েজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, এনাম, আবু তাহের প্রমুখ।