অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা

অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫
শেয়ার :
অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা

বগুড়া শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোটকাগজ ‘অপরাজিত’ বাংলাদেশের সাহিত্যিকদের মূল্যায়ন করতে ‘অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা করেছে। এ বছর তিনটি বিভাগে তিনজনকে এই পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। 

অপরাজিত’র সম্পাদক নাহিদ হাসান রবিন জানিয়েছেন, জুরিবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মামুন মুস্তাফাকে (কবিতায়) এমরান কবিরকে (ছোটগল্পে) ও শেলী সেনগুপ্তাকে (উপন্যাসে) এই পুরস্কার প্রদান করা হবে। 

শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার মনোনীতদের হাতে তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় ও একটি গিফট চেক।