রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১০৪ অভিবাসী আটক

প্রবাস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৭
শেয়ার :
রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১০৪ অভিবাসী আটক
ছবি : সংগৃহীত

রোমানিয়া থেকে অবৈধ পথে হাঙ্গেরি যাওয়ার পথে বাংলাদেশিসহ ১০৪ অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। সম্প্রতি এক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে আটক অভিবাসীরা ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, সিরিয়া ইরাক, ইথিওপিয়া, ইরান ও আফগানিস্তানের নাগরিক বলে জানা গেছে।

দেশটির সীমান্ত পুলিশ জানিয়েছে, রোমানিয়া সীমান্তে পরিচালিত একটি অভিযানে তাদের আটক করা হয়। আটকরা তিনটি ট্রাক ও একটি ভ্যানের ভেতর লুকিয়ে রোমানিয়া থেকে হাঙ্গেরি যাচ্ছিলেন। তাদের কাছে হাঙ্গেরিতে যাওয়ার কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। এ ঘটনায় তিন জন তুর্কি নাগরিক এবং একজন বুলগেরীয় চালককে আটক করা হয়েছে। তাদের মানবপাচারের অভিযোগে আটক করা হয়। তারা সীমান্ত পুলিশের কাছে জার্মানি এবং চেক প্রজাতন্ত্রের কোম্পানির জন্য ধাতব রোল, গাড়ির যন্ত্রাংশ, প্লাস্টিক এবং কার্ডবোর্ড পরিবহন করার তথ্য দিয়েছিলেন। কিন্তু ঘোষণা করা পণ্যের পরিবর্তে তারা অভিবাসীদের হাঙ্গেরিতে পাচার করছিলেন।

আটক ১০৪ জন অভিবাসীকে তদন্তের জন্য ঘটনাস্থল থেকে স্থানীয় অভিবাসন কার্যালয়ের সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয় অভিবাসীরা ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, সিরিয়া ইরাক, ইথিওপিয়া, ইরান ও আফগানিস্তানের নাগরিক। তারা পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে পৌঁছাতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন বলে স্বীকার করেন।

সীমান্ত পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে পরিবহনে লুকিয়ে রাষ্ট্রীয় সীমানা অতিক্রম চেষ্টার অভিযোগে বিচারিক তদন্ত শুরু করা হবে। তদন্ত শেষ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।