নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

প্রবাস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ২০:৪৭
শেয়ার :
নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি এবং অব্যাহত সাফল্য কামনা করে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ-ভারত দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসনীয় ও চ্যালেঞ্জিং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে একটি প্রামাণ্য চিত্র ও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল ভি এম ভূবন কৃষ্ণ এভিএসএম।

এছাড়াও দূতাবাসের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, ভারতের সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নিতিন আগরওয়াল, ভারতের সাবেক সেনাবাহিনী প্রধানের চিফ অব আর্মি স্টাফ জেনারেল দীপক কুমার (অব.) মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে অংশগ্রহণকারী একাধিক বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দূতাবাসের জ্যৈষ্ঠ কূটনীতিক, স্থানীয় বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, দূতাবাস কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি লে. জেনারেল ভি এম ভূবন কৃষ্ণ বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অনুকরণীয়। দুই দেশ তথা বাহিনীর এই সুন্দর সম্পর্ক আরও মজবুত ও টেকসই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারত সরকার ও সে দেশের মানুষের ভূমিকা বাঙ্গালি জাতি কৃতজ্ঞতার সঙ্গে চিরদিন স্মরণ রাখবে। স্বাধীন বাংলাদেশকে ভারত প্রথম স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে অন্যতম।’ 

সশস্ত্র বাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে এবং দেশের বাইরে জাতিসংঘের সহযোগিতায় নিরলস কাজ করে সশস্ত্র বাহিনী এখন বিশ্বব্যাপী এক উজ্জল দৃষ্টান্ত তৈরি করেছে।’

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল কেক কাটা ও আগত অতিথিদের নৈশভোজ পর্ব।