মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:০৩
শেয়ার :
মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-বিএসওএম’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৩-২৪ সালের এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়শিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ্ আহমেদ রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মাহেজাবীন।

স্থানীয় সময় গত শুক্রবার বিএসওএম এর ফেসবুক পোস্টের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসাবে আছেন এস এম আশিবুর হাসনাত সাদী (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া), সহ-সভাপতি মো. আসরাফ আলি (ইউনিটেন), সাদিয়া রহমান বিপা (ইউনিটেন), মাসরুল হক চৌধুরী (টেইলর ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি মো. রিয়াদ হোসেন (সিটি ইউনিভার্সিটি), আসাদুল্লাহ আল গালীব রাব্বি (এমএমইউ), ইযাযুল হাসান (ইউজিএম), অনিকা বরকত (ইউপিএম) সহ ২৬ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি প্রসঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেজা বলেন, বিএসওম এর কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে কাজ করবে এই নতুন কমিটি।

মালয়েশিয়ায় প্রতিটি প্রদেশে শিক্ষার্থীদের কল্যাণে বিগত দিনের ন্যায় যেমন ব্যাপক ভূমিকা পালন করেছে ঠিক তেমনই সামনের দিনগুলোতেও করে যাব।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মাহেজাবীন বলেন, সংগঠন একজন শিক্ষার্থীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিডারশিপ ও নেটওয়ার্কিং স্কিলের মতো অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এই প্লাটফর্ম থেকেই হয়। তাছাড়া বিদেশে এসেও যেন শিক্ষার্থীরা তাদের কালচার নিয়ে সচেতন থাকতে পারে সে লক্ষ্যেও কাজ করবে সংগঠনটি।