স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাসে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

অনলাইন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪০
শেয়ার :
স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাসে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

সুইডেনের স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাস ও সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এসবিবিসি) যৌথ উদ্যোগে ‘বর্জ্য ব্যবস্থাপনা সেমিনার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে (অনলাইন এবং অফলাইন) বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশের সিটি করপোরেশনগুলোর প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, সুইডিশ প্রতিষ্ঠানসমূহের বিশেষজ্ঞরা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহ্দী হাসান উপস্থিত সবাইকে স্বাগত জানানোর মধ্য দিয়ে সেমিনারের সূচনা করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের মধ্যে দক্ষতা বিনিময় ও সর্বোত্তম অনুশীলনের তাৎপর্য তুলে ধরেন। রাষ্ট্রদূত বর্জ্য ব্যবস্থাপনার সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিক সম্পর্কেও আলোকপাত করেন।

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং এই ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ ও আগামী সম্ভাবনা তুলে ধরেন।

সুইডেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে তারা সুইডেন এবং বিশ্বের অন্যান্য দেশে বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং সাফল্য তুলে ধরেন। তারা বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় তাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগির বিষয়েও গুরুত্ব আরোপ করেন। 


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী তার সমাপনী বক্তব্যে এই সময়োপযোগী সেমিনারে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি এই বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সুইডেনের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসবিবিসির প্রেসিডেন্ট মিস নাথালি ট্রানফেল্ট সেমিনারটি সঞ্চালনা করেন।